New Update
/anm-bengali/media/media_files/2025/06/12/PwKb7P1Ta7HQpWc4wA3p.png)
নিজস্ব সংবাদদাতা: গত তিন মাস ধরে পিংলার সাঁতই এলাকায় বাচ্চা থেকে বয়স্ক, যুবক কিংবা স্কুল পড়ুয়া বা সাধারণ কর্মজীবী মানুষ সব মিলেয়ে একাধিক জনের ওপর হামলা চালাচ্ছে বানর। বন দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি। এমনকি বানরের আতংকে খেলাধূলোও বন্ধ হয়েছে।
এবার বৃহস্পতিবার দুপুরে বন দপ্তরের লোক ওই এলাকায় বানর ধরতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তারা অভিযোগ করে বলেন, "বন দপ্তরকে বার বার জানিয়েও তারা সঠিক ভাবে উদ্যোগ নেয়নি। আগে তারা এর জবাব দিন। এতজন আক্রান্ত হোলো, তার দায় কে নেবে? তাই আমরা এর জবাব চাইছি।"