/anm-bengali/media/media_files/2025/07/26/whatsapp-image-2025-07-26-2025-07-26-21-45-09.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: চলতি বছরে আইআইটি খড়গপুরে পাঁচ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে এর মধ্যে চার জনই মানসিক অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন। এই পরিস্থিতিতে পড়ুয়াদের জীবনের মূল্য বোঝাতে শুক্রবার আইআইটি খড়গপুরে ‘ইন্ডাকশন প্রোগ্রাম’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক পাটিল যোগেশ অশোক রাও। সেখানে তিনি নিজের জীবনের কথা তুলে ধরে পড়ুয়াদের উদ্দেশে জানান যে ব্যর্থতা এলে থেমে গেলে চলবে না। নতুন করে শুরু করতে হবে। এই প্রথম ‘ইন্ডাকশন প্রোগ্রাম’ অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন। আইআইটি খড়গপুরের পড়ুয়াদের কথা ভেবে উদ্বোধন হল নতুন ‘সেতু’ (SETU) অ্যাপের। এ দিন ‘সেতু’ (SETU) অ্যাপ উদ্বোধন করেন আইআইটি খড়গপুরের নবনিযুক্ত ডিরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তী। তিনি জানান যে এই অ্যাপের মাধ্যমে পড়ুয়ারা আইআইটি খড়গপুর ক্যাম্পাস এবং নিজেদের ডিপার্টমেন্টের সমস্ত তথ্য জানতে পারবেন। মন খারাপ হলে কাউন্সিলরের ও পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকদের সাহায্য নিতে পারবেন। তিনি বলেন, "মাত্র তিন সপ্তাহের চেষ্টাতেই বিশ্বের বিখ্যাত সব ডেভেলপারদের সাহায্যে আমরা এই অ্যাপ তৈরি করতে পেরেছি। ভবিষ্যতে দেশের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের অমূল্য সম্পদ হতে পারে এই সেতু অ্যাপ। আসলে এই অ্যাপের মাধ্যমে আমরা প্রযুক্তির সঙ্গে হৃদয়ের সেতু বন্ধন করতে চেয়েছি"।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2019/04/IIT-KGP-888683.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us