New Update
/anm-bengali/media/media_files/hbTxDXSMPQJiNrEC4b86.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ তীব্র গরমে নাজেহাল কৃষকেরা। মাঠ থেকে চলছে ধান তোলার কাজ। তীব্র গরমে মাঠ থেকে ধান তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাপপ্রবাহ। সকাল ৯ টার পর মাঠে কাজ করতে পারছে না কৃষকেরা। এর ফলে বাড়ছে খরচ।
/anm-bengali/media/post_attachments/cbfa13a6-e75.png)
গরমের জেরে তাপপ্রবাহে শুকিয়ে যাচ্ছে তিলের গাছ।বৃষ্টি না হওয়ায় তিল চাষে চরম ক্ষতির আশঙ্কা করছে কৃষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরসহ সর্বত্র ছবিটা একই। কবে তাপপ্রবাহ থেকে রেহায় মিলবে তার অপেক্ষায় রয়েছে কৃষকরা। কাঠফাটা রোদ থেকে ধান ও তিল চাষ রক্ষা করতে বৃষ্টির অপেক্ষায় কৃষকরা।
/anm-bengali/media/post_attachments/f234ad5c-ebb.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us