জনগণের সিদ্ধান্ত মেনে নিলেন কংগ্রেস নেতা!

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতা কমল নাথ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
kamal nath edited.jpg

নিজস্ব সংবাদদাতা: গতকাল প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। এনডিএ জোট ৪০০ আসন সংখ্যা ছুঁতে না পারলেও, কেন্দ্রে সরকার গঠনের জন্য ইন্ডি জোটের থেকে বেশি আসন পেয়েছে তারা। 

Why Kamal Nath may be 'unhappy' with Congress? 5 possible reasons | Mint

অন্যদিকে, ইন্ডি জোটের ২৯৫টি সিটের লক্ষ্য পূরণ না হলেও, ২৩০টি আসনের কিছুটা বেশি আসনে জয়লাভ করেছে তারা। 

Kamal Nath booked for terming COVID mutant as Indian variant, complaint  says remark defamed nation - India News | The Financial Express

এই সম্পর্কে কংগ্রেসের সিনিয়র নেতা কমল নাথ বলেছেন, "আমি নির্বাচনের এই ফলাফল এবং জনগণের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি।"

Add 1