New Update
/anm-bengali/media/media_files/hSKQ5K7gj1ld3J407nr9.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতবছর সন্দেশখালিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে যাওয়ার সময় শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অফিসারদের। আর ওই ঘটনার ঠিক এক বছর পরেই এবার এই মামলায় সিবিআই (CBI)-এর হাতে গ্রেপ্তার হলেন শাহজাহানের আরও এক সহযোগী দুরন্ত মোল্লা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/XS5adCRwfzaVoBZNDk9k.webp)
আজ উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয় দুরন্ত মোল্লাকে। সিবিআই (CBI)-এর দাবি অনুযায়ী ওই ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন দুরন্ত মোল্লা। আজ তার গ্রামে ফেরার খবর পেয়েই হানা দেয় সিবিআই (CBI)। এরপর বসিরহাট থেকেই পাকড়াও হন দুরন্ত মোল্লা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us