শিবের মাথায় জল ঢালতে গিয়ে খিঁচুনি!

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-28 at 6.55.47 PM

হরি ঘোষ, দুর্গাপুর: শিবের মাথায় জল ঢালতে গিয়ে খিঁচুনি দিয়ে পড়ল যুবক। হইচই পড়ে গেল রাঢ়েশ্বর শিব মন্দিরে। হাসপাতালে ভর্তি করল অস্থায়ী স্বাস্থ্য শিবিরের কর্মীরা। 

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বন্ধুদের সাথে অজয় নদ থেকে বাঁকে করে জল নিয়ে আড়ার রাঢ়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে যায় দুর্গাপুরের ঝর্ণা পল্লীর বাসিন্দা সূর্য পাত্র। লাইনে দাঁড়িয়ে ছিল ঐ যুবক। হঠাৎ খিঁচুনি শুরু হয়। তারপরেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। মন্দির চত্বরে চলছিল বৈদিক চেতনা ফাউন্ডেশন এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির। চিকিৎসকরা এবং সংগঠনের সদস্যরা ওই যুবককে তুলে অস্থায়ী স্বাস্থ্য শিবিরে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৈদিক চেতনা ফাউন্ডেশনের অন্যতম সদস্য জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা অসুস্থ ওই যুবককে উদ্ধার করে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাই। অনেকে সকাল থেকে অসুস্থ হয়ে যাচ্ছে। তাদেরও ওষুধ দেওয়া হচ্ছে এবং চিকিৎসা করা হচ্ছে। আমরা এভাবেই মানুষের পাশে থাকতে চাই"।

WhatsApp Image 2025-07-28 at 4.51.49 PM