New Update
/anm-bengali/media/media_files/IbVFCVCU9Q60civGAZhi.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির বেতাজ বাদশা পুলিশের জালে। যে দাবিকে কেন্দ্র করে প্রত্যেকটা দিন দফায় দফায় বিক্ষোভ চলছিল, আজ গ্রামবাসীর সেই দাবি পূরণ হয়েছে। গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। অথচ তারপরেও সতর্ক প্রশাসন। তাই তো গতকাল পর্যন্ত যেখানে ১৪৪ ধারা জারি ছিল মাত্র ৯ জায়গায়। আজ ২৪ ঘন্টার মধ্যেই সেই সংখ্যা বেড়ে হল ৪৯।
নতুন করে ৪৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করল বসিরহাট জেলা পুলিশ। শেখ শাহজাহান গ্রেফতারের পরেই এলাকায় এলাকায় অশান্তির যাতে সূত্রপাত না হয় এবং আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে, সেজন্য আগাম সর্তকতা হিসেবে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us