New Update
/anm-bengali/media/media_files/2025/02/15/mPxOK0Esx5WsHhVAHAtm.png)
নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার্থীকে সাপের কামড়। হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হল। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদার সুশীনদা এলাকার। মাধ্যমিক পরীক্ষার্থীর নাম জ্যোতির্ময় জানা, বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র সে। বড়মোহনপুর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়েছিল তার সিট।
/anm-bengali/media/post_attachments/bc004ef0-ba1.png)
জানা যায়, শনিবার সকালে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল ওই কিশোর। কোনো অজানা সাপ তার পায়ে কামড় দেয়। এরপর বাড়ির লোককে বললে বাড়ির লোক তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। শনিবার মাধ্যমিকের অংক পরীক্ষা। ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ডাক্তারি অবজারভেশনে রেখে হাসপাতালের ভিআইপি কেবিনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে কোন সাপ কামড় দিয়েছে তা স্পষ্ট করা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us