অধরা দাবি! পৌরসভা ঘেরাওয়ের দ্বিতীয় দিন

মঙ্গলবার দ্বিতীয় দিন আদিবাসী ভূমিজ সমাজের বিক্ষোভ কর্মসূচির।

author-image
Pallabi Sanyal
23 May 2023
অধরা দাবি! পৌরসভা ঘেরাওয়ের দ্বিতীয় দিন

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম  আদিবাসী ভূমিজ সমাজের পক্ষ থেকে তাদের দুটি দাবি পূরণের দাবিতে সোমবার থেকে ঝাড়গ্রাম পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ভূমিজ সমাজের লোকজন। পৌরসভায় তালা দিয়ে চলছে বিক্ষোভ প্রদর্শন। মঙ্গলবার দ্বিতীয় দিন  আদিবাসী ভূমিজ সমাজের বিক্ষোভ কর্মসূচির।

বিক্ষোভকারীদের দাবি, বারবার পৌরসভা ও প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে প্রতিশ্রুতি মেলেছে, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঝাড়গ্রাম পৌরসভা ঘেরাও করে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন এবং গতকাল দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাস্তা অবরোধও করেন  কিন্তু পৌরসভা তাদের দাবি মানছে না। তাই তারা তাদের দাবি পূরণের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। তাদের দাবি দুটি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে  জানান। তাদের দাবি দুটির মধ্যে একটি দাবি হল ঝাড়গ্রাম কলেজ মোড়ে  চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিংয়ের মূর্তি  বসাতে হবে, দ্বিতীয় দাবি হলো সারুল পূজার জন্য তাদের জায়গা নির্দিষ্ট করে দিতে হবে।