দ্বিতীয় তলবেও পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত, এর পর পুলিশের পদক্ষেপ কি?

এবার অসুস্থতার কারণকেই ঢাল করলেন কেষ্ট। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
anubrata mondal

File Picture

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট পুলিশি তলবে শেষমেশ সাড়া কি তবে দিলেন না? অন্তত, আজকের ছবি দেখে এটাই বেশি জোরালো হচ্ছে। কেননা শনিবারের পর রবিবারও অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছিল এসডিপিও অফিসে। এদিন বেলা ১১টায় তাঁর হাজিরা দেওয়া কথা ছিল। কিন্তু তাঁর বদলে এসডিপিও অফিসে পৌঁছান তাঁর আইনজীবী এবং তাঁর দলের এক নেতা।

anubrataleave

সম্প্রতি পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। সেই মামলার তদন্তেই তাঁকে তলব করে পুলিশ। প্রথমে শনিবার সকাল ১১টায় প্রথমবার তাঁকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। তার বদলে তিনি হাজির ছিলেন দলীয় কার্যালয়ে। যদিও, গতকাল অনুব্রতের হয়ে তাঁর আইনজীবীরা এসডিপিও অফিসে গিয়ে জানান, “তিনি শারীরিকভাবে অসুস্থ। আজ হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়”। এরপরেই পুলিশ দ্বিতীয়বার নোটিস পাঠায়, তাতে বলা হয় রবিবার বেলা ১১টার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে। কিন্তু সেখানেও এবার অসুস্থতার কারণকেই ঢাল করলেন কেষ্ট।