সিট বেল্ট বাঁচিয়ে দিলো প্রাণ

গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও সুস্থ ভাবেই বাড়ী ফিরলো রাজারহাটের বাসিন্দা।

author-image
Aniket
New Update
50d000d5-a470-4ee8-bc40-0de2e9ca3468


নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ওপর কনটেনারের পেছনে সজোরে ধাক্কা মারে একটি প্রাইভেট কার। তবে সিট বেল্ট লাগানো থাকায় এবং এয়ার ব্যাগ থাকায় প্রানে বেঁচে বাড়ি ফিরলো রাজারহাটের বাসিন্দা প্রাক্তন এয়ারফোর্সের কর্মী। এদিন খড়্গপুর থেকে কলকাতা ফেরার পথে দলবতিপুর এলাকায় একটি কনটেনার হঠাৎ করেই ব্রেক মারে। ওই প্রাক্তন সেনা কর্মী গাড়িটিকে নিয়ন্ত্রণ করতে না পেরে কনটেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। সিট বেল্ট এবং এয়ার ব্যাগ থাকার জন্য লোকটির তেমন কিছুই হয়নি৷ কিন্তু গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। পরে ডেবরা থানার ট্রাফিক বিভাগের পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ ডেবরা থানা ট্রাফিক বিভাগের ওসি সাদ্দাম হোসেন জানান গাড়িতে থাকা ব্যাক্তি সিট বেল্ট পরে ছিলেন এবং এয়ার ব্যাগ থাকায় প্রানে বেঁচেছেন। না হলে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, প্রানহানিও হয়ে যেতে পারতো অনায়াসেই। তাই আমি সাধারণ মানুষের কাছে আবেদন করবো, :আপনারা বাইক চালালে হেলমেট পরুন। এবং প্রাইভেট কার চালালে সিট বেল্ট মাস্ট পরুন"।