দীঘার সমুদ্র উত্তাল, পর্যটকদের জন্য চরম সতর্কতা জারি

দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরে এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এদিকে এই নিম্নচাপের কারণে ফুঁসছে সমুদ্র। হু হু করে জল ঢুকছে মৌসুনী দ্বীপেও।

author-image
SWETA MITRA
New Update
dighaaaaaaaa.jpg

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরেগভীরনিম্নচাপের (Deep Depression) জেরেদীঘারসমুদ্রউত্তালহয়ে উঠেছে। রীতিমতো ফুঁসছে সমুদ্র।

miking.jpg

 এদিকে সমুদ্রের এহেন রূপ দেখতে ভিড় উপচে পড়েছে পর্যটকদের। যদিওপর্যটকদেরসতর্ককরতেদীঘায় (Digha) চলছেমাইকিং।