মাটিতে বসেই স্পেশাল দুয়ারে সরকার করলেন এসডিও

আদিবাসী সম্প্রদায়ের জন্য স্পেশাল দূয়ারে সরকারের ক্যাম্প হয়ে গেল এদিন।

New Update
WhatsApp Image 2023-12-16 at 06.38.57.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দূয়ারে সরকারে আদিবাসী সম্প্রদায়ের স্পেশাল ক্যাম্পে গিয়ে মাটিতে বসে কথোপকথন শুনলেন এসডিও। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/১ গ্রাম পঞ্চায়েতেরে হিজলদা সংসদে আদিবাসী সম্প্রদায়ের জন্য স্পেশাল দূয়ারে সরকারের ক্যাম্প চলছিল। বিডিওকে ও জয়েন্ট বিডিওকে নিয়ে হঠাৎ হাজির হন খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও।

25496991-0b8d-40f6-ba5e-8aab629ad9c6.jpg

তিনি সেই ক্যাম্পে গিয়ে ত্রিপলে বসে তাদের অভাব অভিযোগ শোনেন। বেশ কিছুক্ষণ ধরে চলে সেই কথোপকথন। একজন আইএএস অফিসারের এই ধরনের ভূমিকায় খুশি ওই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারা কোনো আধিকারিককে এই ভাবে মাটিতে বসে কথা বলতে দেখেননি। স্বাভাবিক ভাবেই মহকুমা শাসকের এহেন ভূমিকাতে আপ্লুত গ্রামের মানুষজন।

hiren