/anm-bengali/media/media_files/2024/11/05/NRYeFWb8KKkprgLlex2t.jpeg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ সরকারি বিদ্যালয়ের ভেতর ছাত্রীদের শ্লীলতাহানি, চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ অভিভাবকদের। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দুর্গাপুর থানার পুলিশ।
/anm-bengali/media/post_attachments/9ba087db-f0a.png)
অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরে বিদ্যালয়ের কর্মশিক্ষা বিভাগের শিক্ষক রেড ডিসেম্বর ব্যানার্জি ছাত্রীদের সাথে শ্লীলতাহানি সহ অশ্রাব্য আচরণ করেন। তারপরেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা হয়। তারপর থেকেই বিদ্যালয়ে আসেননি ওই শিক্ষক।
সূত্র মারফত জানা যায়, পুজোর পর মঙ্গলবার বিদ্যালয় খুলতেই অভিভাবকরা বিদ্যালয়ের গেট আটকান। প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকাদের বাধা দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ওইভাবকরা পরিষ্কার জানান ঐ শিক্ষক যেন ভবিষ্যতে বিদ্যালয়ে না আসেন।
/anm-bengali/media/post_attachments/c6b55a41-edf.png)
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত সিনহা বলেন,'' ছাত্রীদের সাথে অশালীনআচরণের একটা অভিযোগ পেয়েছিলাম রেড ডিসেম্বর ব্যানর্জি নামের ঐ শিক্ষকের বিরুদ্ধে। তারপরে এই বিষয়টি নিয়ে আমরা জেলা শিক্ষা দপ্তরে জানাই। সেখান থেকে ওই শিক্ষককে শোকজ করা হয়। তারপর থেকে এক মাস ধরে তিনি বিদ্যালয়ে আসেননি। আজ অভিভাবকরা আমাদের আটকে বিক্ষোভ দেখিয়েছে। আমরা চাইছি সঠিক তদন্ত হোক এবং যে ঘটনায় হয়ে থাকুক না কেন কড়া ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। ''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us