New Update
/anm-bengali/media/media_files/FK4im85eecSLNdCbAbNP.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : স্কুলের চাল বিক্রি করার অভিযোগ এলাকাবাসীর। স্কুলে বিক্ষোভ। জানাজানি হতেই রাস্তা থেকে ফের স্কুলে ফেরত এলো চালের বস্তা। আর এই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নং ব্লকের মাদপুর প্রাইমারি স্কুলের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সকালে স্কুল খোলার পর ট্রলিতে করে তিন বস্তা চাল বাইরে নিয়ে যাওয়া হয়। সেই সময় পুরো বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারপরেই স্কুলে বিক্ষোভ দেখায় তারা।আর তার পরেই তিন বস্তা চাল স্কুলে ফিরিয়ে আনা হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি, ''অন্য একটি স্কুলে চালে পোকা হয়ে যাওয়ার জন্য ওই স্কুলে চাল নেই। প্রধান ম্যাডামের নির্দেশে ওই স্কুলকে তিন বস্তা চাল পাঠানো হয়। কিন্তু কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি। আমরা পরে ওই চাল বিডিও অফিস থেকে নিয়ে নিতাম।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us