স্কুলের জমি আত্মসাৎ করলেন প্রধান শিক্ষক

স্কুলের জমি আত্মসাৎ করার অভিযোগ উঠলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-24 at 11.44.49 AM

SCHOOL

নিজস্ব সংবাদদাতা - স্কুলের প্রায় চার বিঘা (১৮৫ ডেসিমেল)-র বেশি জমি বেআইনিভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো খোদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (টিচার ইন চার্জ) এবং পরিচালন সমিতির সভাপতি (প্রেসিডেন্ট)-র বিরুদ্ধে। প্রায় ১৫ লক্ষ টাকায় একটি সংস্থাকে ওই জমি বিক্রি করে নিজেরা সেই টাকা লুঠ করেছেন টিচার ইন চার্জ এবং প্রেসিডেন্ট। এমনই অভিযোগে বুধবার স্কুলের সামনে ধর্না-অবস্থান এবং পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে ঘিরে বুধবার দুপুর নাগাদ চরম উত্তেজনার সৃষ্টি হয় খড়্গপুর গ্রামীণের সাঁকোয়া এলাকায়। পরে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলতে গেলে তাদেরকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পরে পুলিশের মধ্যস্থতায় স্কুলের সঙ্গে বৈঠকে বসে বিজেপি তারপরেই অবরোধ তুলে নেয়। 

123


অভিযুক্ত টিচার ইনচার্জ কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। যদিও তিনি এখন টিচার ইনচার্জের পদে নেই। তার জায়গায় নতুন টিচার ইনচার্জ রয়েছেন। তিনি জানিয়েছেন ''এই সম্বন্ধে আমি কিছু জানি না, একমাস আগেই এই স্কুলে যোগদান করেছি।  অভিযোগ পেয়েছি খতিয়ে দেখছি।''