বাংলায় ফের বন্ধ হয়ে গেল স্কুল!

রাজ্যে আবার স্কুল বন্ধ হয়ে গেল। না, স্কুল কর্তৃপক্ষ নিজের থেকে স্কুল বন্ধ করেনি। বরং পড়ুয়ারাই আসতে পারছে না স্কুলে। কিন্তু এমন কী ঘটল? জেনে নিন বাকিটা।

author-image
Anusmita Bhattacharya
New Update
মন

নিজস্ব সংবাদদাতা: জলে থৈ থৈ করছে স্কুল চত্বর। বাঁকুড়ার ইন্দাসে শিশু শিক্ষাকেন্দ্রে পঠন-পাঠন বন্ধ হয়ে গেল। ফলে অঘোষিত ছুটি জারি হয়ে গেল। আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত বনকি আদিবাসী পাড়ায় শিশুদের লেখাপড়ার জন্য কয়েক বছর আগে চালু হয় এই শিক্ষাকেন্দ্রটি। কিন্তু বৃষ্টির জল জমে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে কোনও শিশু স্কুলে আসতে পারছে না। স্থানীয়রা দাবি করছে যে আগে আশেপাশের নিচু জমি দিয়ে জল বেরিয়ে যেত। কিন্তু এখন সেই জমি উঁচু করে দেওয়ায় জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।