New Update
/anm-bengali/media/media_files/sBDknhfY6jy1usagagOW.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আলিপুর জেলে বন্দি রয়েছেন আরাবুল ইসলাম। এরই মধ্যে বিস্ফোরক দাবী করেছেন সওকাত মোল্লা। তিনি বলেছেন, '' পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে আরাবুল ইসলাম টাকা নিয়েছেন। '' তিনি আরও দাবী করেছেন যে আরাবুল ইসলামের বিরুদ্ধে অনেক তথ্য হাতে এসেছে সওকত মোল্লার হাতে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, সেইসব তথ্য নিয়ে তিনি তদন্তে করে ব্যবস্থা নেবেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us