/anm-bengali/media/media_files/zJ2EIBkFS8vT4rkSVV9g.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ফের তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি! পঞ্চায়েত নির্বাচনের আগে ছেতে যে রাজনৈতিক হিংসার শুরু হয়েছিল তার বাতাবরণ আজও রয়েছে বাংলায়! বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে কাঠগড়ায় তুলে ঘটনার নেপথ্যে শওকত মোল্লার ইন্ধন রয়েছে বলেই দাবি করেছেন। আর এবার পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী শীশী পাঁজা।
সুকান্ত একিস হ্যান্ডেলে ভিডিও ও ঘটনার ছবি পোস্ট করে লিখেছেন, ''টিএমসি-সমর্থিত গুন্ডারা আমাদের উপর তাদের নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। ক্যানিং ওয়েস্ট, মন্ডল-৩-এর বিজেপি যুব মোর্চার জিএসের বাড়ি শওকত মোল্লার দ্বারা সমর্থিত গুন্ডারা ভাংচুর করে ও লুঠপাট চালায়।''
সুকান্তর পোস্ট শেয়ার করে তাকে ট্যাগ করে পাল্টা শশী লেখেন, ''পুলিশ সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা সমস্ত প্রাসঙ্গিক তথ্য উন্মোচনের জন্য ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করা যাক। ততক্ষণ পর্যন্ত, ভিত্তিহীন অভিযোগ দিয়ে আমাদের অপমান করা বন্ধ করুন।''
.@DrSukantaBJP, the police are actively monitoring the situation!
— Dr. Shashi Panja (@DrShashiPanja) October 11, 2023
They're thoroughly probing the incident to uncover all relevant information.
Let's wait for the investigation to complete, shall we? Until then, stop maligning us with unfounded accusations! https://t.co/whu6Rlc7BV
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us