Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3a6euwDdtw9Q1qfqU78b.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃসিএএ সংক্রান্ত আবেদন করার জন্য ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। এই বিষয়ে বাগদার উপনির্বাচনের আগে রবিবার মতুয়া সম্মেলনে এসে জানালেন শান্তনু ঠাকুর। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলেন, "মতুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে এই সার্টিফিকেট যাতে আপনাদের হাতে পৌঁছায়, ঠাকুরবাড়িতে শিবির করে তার ব্যবস্থা করবে। আগামী বুধবার ক্যাম্প হবে। সকলে যেন আবেদন করেন।"
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us