New Update
/anm-bengali/media/media_files/5IjUSl0JUrd7ZXMhdmA5.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের হত্যাকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়। পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেফতারও করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনটি তল্লাশি করে পুলিশ জানতে পেরেছে যে, অভিযুক্ত পর্নোগ্রাফিতে আসক্ত। তার মোবাইলটিতেও মিলেছে একাধিক পর্নোগ্রাফিক ভিডিও। তার মানসিক বিকৃতি রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
/anm-bengali/media/post_attachments/15aea7398e14690b74e3c3f2fe5e5b2e882039ff5c4593f1fde77e0bba679a8a.jpg)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পুলিশ ওই অভিযুক্তকে সিসি ক্যামেরার ফুটেজ এবং একটি ব্লুটুথ হেডফোনের সাহায্যে চিহ্নিত করেছে। সিসিটিভিতে ওই অভিযুক্তের কানে প্রথমে ব্লুটুথ হেডফোন দেখা গিয়েছিল, কিন্তু ঘটনার পরের সিসিটিভি ফুটেজে তা দেখা যায়নি। তাতেই সন্দেহ হয় পুলিশের। পরে চার তলার সেমিনার হল থেকে ব্লুটুথ হেডফোনের ছেঁড়া তাড় উদ্ধার করে পুলিশ। এই সূত্রেই দুয়ে দুয়ে চার করেন তারা।
/anm-bengali/media/post_attachments/5338b501da9ebdf5253b7ee8a9edbbea286380aa56340a4c81cb155a87e00577.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us