/anm-bengali/media/media_files/NaUq0ku35z0swoIfdl0V.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১৫ দিনের কারাদণ্ডে যেতে হবে রাজ্যসভার সাংসদ ও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতকে। জানা গিয়েছে, বিজেপি নেতা কিরিট সোমাইয়ার স্ত্রী ড. মেধা কিরিট সোমাইয়ার অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় মুম্বাইয়ের মাজগাঁওয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাউতকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন। ডঃ মেধা সোমাইয়ার আইনজীবী বিবেকানন্দ গুপ্তা বলেন, "আদালত সঞ্জয় রাউতকে ১৫ দিনের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেছে।"
The Court ordered 15-day imprisonment for Sanjay Raut and imposed a fine of Rs 25,000 on him: Vivekanand Gupta, advocate for Dr. Medha Kirit Somaiya
— ANI (@ANI) September 26, 2024
মীরা ভায়ান্দারে পাবলিক টয়লেট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ১০০ কোটি টাকার কেলেঙ্কারিতে তিনি ও তাঁর স্বামীর জড়িত থাকার ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তুলে রাউতের বিরুদ্ধে পিটিশন দাখিল করেন মেধা সোমাইয়া।
মেধা সোমাইয়ার অভিযোগে উল্লেখ করা হয়েছে, "অভিযুক্তরা সংবাদমাধ্যমের কাছে যে বক্তব্য দিয়েছে তা মানহানিকর। সাধারণ মানুষের চোখে আমার চরিত্র বদনাম করতেই এই মন্তব্য করা হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us