New Update
/anm-bengali/media/media_files/5dGaumjfnbxf53ojoWcv.jpg)
fiie pic
নিজস্ব সংবাদদাতাঃআরজি-করের ঘটনার পর থেকে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ উঠেছে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর্থিক তছরূপ, ওষুধ, মেডিকেল সরঞ্জামের কালোবাজারির মতো গুরুতর অভিযোগ উঠেছে। রোজই তাঁকে সিবিআই আধিকারিকদের মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় এবার সন্দীপের বিরুদ্ধে রবিবার পথে নামল তাঁরই প্রাক্তন সহপাঠীরা। প্ল্যাকার্ডে লিখলেন, 'সন্দীপ তুই বদলে গেলি, কী করে তোকে বন্ধু বলি।'
/anm-bengali/media/media_files/088LLJXIex6T081VjzoT.jpg)
জানা গিয়েছে এদিন বনগাঁ হাইস্কুলের প্রাক্তনীরা অর্থাৎ আরজি কর-কাণ্ডে সন্দীপ ঘোষের স্কুলের প্রাক্তনীদের সঙ্গে তার সহপাঠীরা রাস্তায় প্রতিবাদ মিছিলে সামিল হয়। রবিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণ-এর সামনে থেকে বনগাঁতে প্রাক্তন ছাত্রদের প্রতিবাদ মিছিল হয়। তাঁরা নানা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us