জম্মু-কাশ্মীরে ড্রোন নিয়ে চাঞ্চল্য, কিন্তু তার মধ্যেই সেনার বিস্ফোরক দাবি, বিস্তারিত পড়ুন
অমৃতসরে তুরস্ক-যোগ ড্রাগ চক্র ভাঙল পুলিশ! উদ্ধার ৮৪ লক্ষ টাকা ও হেরোইন
বদলের হাওয়া কংগ্রেস লাইব্রেরিতে, হেইডেনের বিদায়—আসছেন ট্রাম্পের মানুষ
ইন্ডিগোর বড় ঘোষণা: ১৩ই মে একাধিক ফ্লাইট বাতিল
প্রধানমন্ত্রীর বার্তা, কীভাবে নিলেন জেডিইউ নেতা?
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কি লাভজনক হল সাধারণের জন্যে? কি বলছেন তারা?
ইস্তানবুলে পুতিন-জেলেনস্কি বৈঠকে হাজির হতে পারেন ট্রাম্প! আসছে বড় চমক?
আইপিএল ২০২৫! বাকি খেলার নতুন সূচি— কবে, কখন, কার খেলা? দেখে নিন এক ক্লিকে
BCCI ঘোষণা করল আইপিএল ২০২৫-এর নতুন সূচি, কবে ফাইনাল? জানুন

কালোদিনের অধ্যায় শেষে আজ আলোর উৎসবে মত্ত সন্দেশখালি!

সে সময় সন্দেশখালি গোটা দেশের কাছে ত্রাস হয়ে উঠেছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dfgdfhyt

File Picture

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শাজাহান গ্রেপ্তারের পর থেকেই পথে নামেন সন্দেশখালির মা-বোনেরা। এক প্রকার শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে মাঠে নামেন তারা। অভিযোগ তোলেন তাদের সম্মানহানির। যদিও বিজেপি পরিকল্পিতভাবে ভোট করবার জন্য তৃণমূলকে অপদস্থ করেছে বলে পাল্টা আসরে নামে শাসক দল। 

সে সময় সন্দেশখালি গোটা দেশের কাছে ত্রাস হয়ে উঠেছিল। যদিও লোকসভা নির্বাচনের আগেই আবার সন্দেশখালি শান্ত হয়। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রটিতে জয়ী হন তৃণমূল প্রার্থী। সন্দেশখালিতে নানান চক্রান্তের অভিযোগ ওঠে। সেই সন্দেশখালিতেই মায়ের আরাধনার ব্যবস্থা করেছেন মেয়েরা। সন্দেশখালিতে শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠলেন প্রতিবাদী মহিলারা। তাদের সঙ্গে সঙ্গত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

bhyhyt

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে একসময় প্রতিবাদ আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়েছিল। মহিলারা রাস্তায় নেমেছিলেন ঝাঁটা জুতো নিয়ে। গোটা দেশে ছড়িয়ে পড়েছিল এই আন্দোলনের কথা। সেই সময় আন্দোলনে থাকা মহিলাদের কালী পূজায় যোগ দিতে উপস্থিত হলেন প্রাক্তন সংসদ। সন্দেশখালীর ঋষি অরবিন্দ পল্লী মাতৃ শ্যামা পূজার আয়োজন করে। এবার তাদের ২৪ তম বর্ষ। 

এই পুজো কমিটির উদ্বোধন করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ এ ছাড়া ছিলেন একাধিক বিজেপি নেতৃত্বরা। সন্দেশখালীর এই পুজোয় এসে তিনি মা-বোনেদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। সন্দেশখালি প্রতিবাদী মেয়েরা নিজের হাতে এই পুজোর মণ্ডপ সাজিয়েছেন। মাতৃ আরাধনায় এবার মেতে উঠবেন একসময়ের প্রতিবাদীনিরা।