সন্দেশখালি: পুলিশ চাইনা, আমরাই শাস্তি দেব শেখ শাহজাহানকে- উগ্র রূপে নিরহ নারীরা

আজ ফের উত্তাল সন্দেশখালি।

author-image
Aniket
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: আজ নতুন করে ফের উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালির পরিবেশ। রাস্তায় বেরিয়ে উগ্র রূপ ধারণ করেছেন সন্দেশখালির নিরীহ নারীরা। তারা পুলিশের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। সোজা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তারা। কোথায় পুলিশ মন্ত্রী? বলে প্রশ্ন তুলেছেন তারা। তাদের হাতে রয়েছে সুজিত বসু গো ব্যাক স্লোগান। তারা বলেছেন, "পুলিশ চাইনা, আমরাই দেব শেখ শাহজাহানকে শাস্তি"।

স

স্ব

স

p