New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ‘বাঘের’ ঘরে ক্ষোভের বাসা, সন্ত্রস্ত সন্দেশখালিতে প্রতিরোধের আগুন! ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। পুলিশের সঙ্গে তুমুল বচসা গ্রামের মহিলাদের। একই সাথে দলে দলে যোগ দিচ্ছে আশপাশের গ্রামের বাসিন্দারাও। ন্যাজাট থানার অদূরেই জমায়েত করেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দাবি একটাই, শেখ শাহজাহান, ঘনিষ্ঠ শাসক নেতা উত্তম সর্দার, শিবু হাজরাদের গ্রেফতার করতে হবে। পুলিশি ঘেরাটোপে রয়েছে শেখ শাহজাহান, এমনটাও দাবি করছেন স্থানীয়রা।
গতকাল রাতেও একই ঘটনা ঘটেছিল। স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হয়েছিল তৃণমূল নেতাদের। আজও সকাল থেকে একই চিত্র ধরা পড়ল, বরঞ্চ সময়ের সাথে সাথে অগ্নিগর্ভ হল পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে বেসামাল পুলিশ প্রশাসনও।
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us