৫ জানুয়ারির ছবি উধাও, সন্দেশখালিতে আজ যেন বনধ্‌

ঘটনার ১৯ দিন পর সেই ছবিটা রাতারাতি ১৮০ ডিগ্রি পালটে গেছে।

New Update
sahajahan house2.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত ৫ জানুয়ারি লোকে লোকারণ্য ছিল সন্দেশখালি, সরবেড়িয়ার বাজার। এমনকি ইডি আক্রান্ত হওয়ার পরও সেখানে সারাদিন জুড়ে ভিড় ছিল বহু মানুষের। আর ঘটনার ১৯ দিন পর সেই ছবিটা রাতারাতি ১৮০ ডিগ্রি পালটে গেছে। আজ সন্দেশখালিতে যেন কার্যত বনধের ছবিই ধরা পড়ছে।

ইডি সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যেতেই সন্দেশখালির এসপিকে মেইল মারফত ইডি জানিয়েছিল, আজ তারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যাবে। সেই মোতাবেক এদিন ভোরেই যখন ইডির ৫-পাঁচটি গাড়ি সরবেড়িয়ার বাজার অতিক্রম করে শেখ শাহজাহানের বাড়ির দিকে যাচ্ছে, তখনই দেখা যায় রাস্তার দু’ধার পুলিশে পুলিশে ছয়লাপ। শেখ শাহজাহান কমিটির বাজার কার্যত জনশূন্য। এমনকি গ্রামও কার্যত জনমানবহীন। গত ১৮ দিন আগে যে ঘটনার সম্মুখীন হয়েছিল ইডি, তার যেন তিলমাত্র উপস্থিতি নেই কোথাও। আজ অন্য এক সন্দেশখালিকেই দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

 

স্ব

স

স