Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
BIG BREAKING : কালকের পর আজও অগ্নিগর্ভ সন্দেশখালী। মানুষের প্রতিবাদের ভাষা পরিণত হয়েছে আগুনে। তৃণমূল নেতা শিবু হাজরার পোল্টিফার্মে আজ আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপর তার বাড়িতে তুমুল ভাঙচুর চালায় গ্রামবাসীরা। এরপর প্রতিরোধ দেখতে তার শিবু হাজরার বাগান বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসলে উত্তপ্ত গ্রামবাসীরা পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করে। গ্রেপ্তার করা হয় তিনজন গ্রামবাসীকে। এরপর ঘটনাস্থলে আসে শিবু হাজরার অনুগামীরা। তারা আশেপাশের জলাশয় থেকে আগুন নেভাবার চেষ্টা চালাতে থাকে। তাদের বক্তব্য বিজেপি এইসব ভুল অভিযোগ আনছে। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানায় শিবু হাজরার অনুগামীরা। শিবপ্রসাদ হাজরার সঙ্গে তাদের যোগাযোগ প্রসঙ্গে বলেন, "দাদা এখন নানা রাজনৈতিক কাজে ব্যস্ত আছেন। সময় হলে ঠিক সামনে আসবেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us