নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: এবার নতুন কৌশলে চলছে বালি পাচার। ঝাড়গ্রাম জেলায় চলছে দেদার বালি পাচার। মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন যে অবৈধভাবে বালি, কয়লা, গরু পাচার বন্ধ করতে হবে। তা সত্ত্বেও অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে কংসাবতী নদী থেকে। বালি উত্তোলন করার কোনো বৈধ অনুমতি না থাকা সত্ত্বেও দিনের পর দিন বালি উত্তোলন করে আসছে অসাধু বালি মাফিয়ারা।
কংসাবতী নদী থেকে বালি উত্তোলন করার ফলে নদী তার স্বাভাবিক গতিপথ হারাচ্ছে, নষ্ট হচ্ছে তীরবর্তী চাষযোগ্য জমি। ভোররাত থেকে শুরু হচ্ছে বালি তোলার কাজ। ট্রাক্টর ও গরুর গাড়ি ব্যবহার করা হচ্ছে বালি উত্তোলনের জন্য। জিজ্ঞাসা করলে কারুর মুখে কোনও কথা নেই। এলাকার এক অংশের মদতেই চলছে এই বালি পাচার এমনটাই দাবি স্থানীয়দের।