ফের স্যালাইন কাণ্ডে মৃত্যু! ৪ মাসের লড়াই শেষে হার নাসরিন খাতুনের

১০ মে বাড়ি ফেরার কথা ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

File Picture

নিজস্ব সংবাদদাতা: মামনি রুইদাসের পর কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল স্যালাইন কাণ্ডের আরও এক শিকার কেশপুরের নাসরিন খাতুনের। রবিবার রাত্রি ১১টা নাগাদ তার মৃত্যু হয় বলে পরিবার ও জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

নাসরিনের পরিবারের তরফে, তাঁর জামাইবাবু ইনসান আলি সোমবার সকালে বলেন, “দিন দশেক আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল তাঁকে। ১০ মে বাড়ি ফেরার কথা ছিল। ৯ মে রাত থেকে ফের খিঁচুনি ও বমি শুরু হয়! ১১ মে, রবিবার রাতে চিকিৎসকরা জানান, ও আর নেই!”

WhatsApp Image 2025-05-12 at 10.02.28

জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা! রবিবার রাতে ডায়ালিসিস নিতে নিতেই মাল্টিঅর্গান ফেলিওর হয়ে নাসরিন খাতুনের। তারপরই মৃত্যু হয় বলে জানতে পেরেছি। আজ এসএসকেএম হাসপাতালেই দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফেই দেহ বাড়িতে পৌঁছে দেওয়া হবে”।