সোনার দোকান বা জামাকাপড়ের দোকানে নয়, মুড়ির দোকানে চৈত্র সেল!

কোথায় পাবেন এই ছাড়?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-04-16 at 1.55.19 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সোনার দোকানে ছাড়, জামাকাপড়ের দোকানে ছাড় বা খাবারের দোকানে ছাড় শোনা যায় কিন্তু তাই বলে মুড়ির দোকানে ছাড়? এটা কমই দেখা যায়। এমনটাই ঘটল বাংলায়। 

গত কয়েকদিন ধরে রীতিমত মাইকিং করে ডেবরা বাজারে মুড়িতে সেল দিচ্ছে এক ব্যবসায়ী। দীর্ঘ ৬০ বছরের পুরনো মুড়ির সেই ব্যবসায়ীর দোকানে বেশ ভিড় হচ্ছে।

Pufed Rice