/anm-bengali/media/media_files/2025/05/26/B1wwGNdlR8Bwn3ioIzrH.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় ৫০ বছর ধরে এই এলাকার একটি কাজু বাগানের জমি দখল করে থাকা কুড়মি সম্প্রদায়ের প্রায় ৭০ টি পরিবারের মহিলারা ও পুরুষেরা অভিযোগ করেন, তারা বহুদিন ধরে ওই জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
/anm-bengali/media/post_attachments/6e0e7d12-536.png)
অভিযোগ অনুযায়ী, হঠাৎ করে এক মহিলা ও ঝাড়গ্রামের এক প্রোমোটার নিজেদের জমির মালিক দাবি করে নথিপত্র দেখিয়ে জমি দখলের চেষ্টা করেন। তাতে বাধা দেন গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষ অভিযোগ করেন, যে ব্যক্তি জমি বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে, তাকে কেউ চেনে না, এবং জমির বর্তমান দাবিদার মহিলাকে 'ভুয়ো' বলে সন্দেহ করছেন তাঁরা।
এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখযোগ্য ভাবে, এর আগেও এই এলাকায় ভুয়ো নথি ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ এবং ভূমি দপ্তর তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us