/anm-bengali/media/media_files/4jRjqYh3jMJqR8W6eJ8p.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডিজি রাজীব কুমার গতকাল থেকে রয়েছেন সন্দেশখালিতে। রাতে সন্দেশখালি জেটি লাগোয়া পিডব্লুডি-র পেস্ট হাউসে কাটান রাত। আর আজ পা রাখলেন ধামাখালিতে। যা জানা যাচ্ছে আজই পরিদর্শন শেষ করে কলকাতায় ফিরবেন তিনি।
এদিন ডিজি রাজীব কুমার বলেন, "যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ শোনা এবং খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে বলা হচ্ছে। যারাই আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।
#WATCH | West Bengal DGP Rajeev Kumar returns to Kolkata after visiting Sandeshkhali.
— ANI (@ANI) February 22, 2024
He says, "Action will be taken against all those who took law in their hands. The allegations of locals are being heard and looked into. Everyone should cooperate with the Police and… pic.twitter.com/YY4XNQfyiE
যা জানা যাচ্ছে, গত দু’দিনে সন্দেশখালির ফোর্সের সাথেও বৈঠক করেন তিনি। কোনও বড় অভিযানের সম্ভাবনা রয়েছে কিনা, তা নিয়ে রহস্য বজায় রেখেছেন ডিজি।