ভগ্নপ্রায় কাঠের পুল দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত
কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ

ডিজির কথায় রহস্য জোরদার, সমাপ্তি ঘটছে শাহজাহান অন্তর্ধান রহস্যে!

গত দু’দিনে সন্দেশখালির ফোর্সের সাথেও বৈঠক করেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajeev kumar edited.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডিজি রাজীব কুমার গতকাল থেকে রয়েছেন সন্দেশখালিতে। রাতে সন্দেশখালি জেটি লাগোয়া পিডব্লুডি-র পেস্ট হাউসে কাটান রাত। আর আজ পা রাখলেন ধামাখালিতে। যা জানা যাচ্ছে আজই পরিদর্শন শেষ করে কলকাতায় ফিরবেন তিনি।

এদিন ডিজি রাজীব কুমার বলেন, "যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ শোনা এবং খতিয়ে দেখা হচ্ছে। সবাইকে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে বলা হচ্ছে। যারাই আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।

যা জানা যাচ্ছে, গত দু’দিনে সন্দেশখালির ফোর্সের সাথেও বৈঠক করেন তিনি। কোনও বড় অভিযানের সম্ভাবনা রয়েছে কিনা, তা নিয়ে রহস্য বজায় রেখেছেন ডিজি।

v

cityaddnew

স

স