New Update
/anm-bengali/media/media_files/qe3HZwTufqbEwpjDx9MQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 'Safe Drive Save Life' প্রোগ্রাম এর অংশ হিসেবে চলতি মাসের ৮ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর পুলিশ লাইন্স এ 'ড্রাইভিং লাইসেন্স মেলা'র আয়োজন করা হয়েছে।
/anm-bengali/media/media_files/WdkpORuznqCuGCKoM5iO.jpg)
এই প্রোগ্রামে সরকারি মূল্যে দুই চাকা ও চারচাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পাশাপাশি গাড়ির চালক এবং আরোহীদের জন্য সচেতনতামূলক শিবিরও হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার উদ্বোধন করেন এই অনুষ্ঠানের।
/anm-bengali/media/media_files/20ydMYamDN6GynfJxNrz.jpg)
পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন সকাল থেকেই ড্রাইভিং লাইসেন্স এর জন্য সাধারণ মানুষের ভিঁড় জমতে দেখা যায় পুলিশ লাইনের মাঠে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us