হরি ঘোষ, দুর্গাপুর: পথ চলতে গেলে সাধারণ মানুষের সুরক্ষা পাওয়া যেমন দরকার তেমন একইসাথে পথের সারমেয়দেরও সুরক্ষা প্রয়োজন। সেই বার্তা নিয়ে দুর্গাপুরের সমাজসেবী সংগঠনের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এডিপিসি ও দুর্গাপুর ট্রাফিক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে।
সেফ ড্রাইভ সেভ লাইফ- এর বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরের বেশ কিছু জায়গায় পোস্টার দেওয়া হয়। লেখা হয়, 'সাধারণ মানুষের যেমন সুরক্ষা প্রয়োজন তেমনই সারমেয়দেরও সুরক্ষা প্রয়োজন। গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে চালালে সাধারণ মানুষ, গাড়িচালক, বাইক আরোহী, পথচারী থেকে শুরু করে পথের পাশে থাকা সারমেয়গুলির জীবন ঝুঁকিতে থাকবে না, ফলে সুস্থ থাকবে সমাজ'।