দীর্ঘ প্রতীক্ষার অবসান ! মা-মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পেল সাদ্দাম

মা-মেয়েকে জ্যান্ত পোড়ানোর ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পেল অভিযুক্ত সাদ্দাম হোসেন।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-02 at 5.59.41 PM

MURDER

নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার ঝিকুরখালি এলাকার হলদি নদীর ধারে মা মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। পরে জানা যায় এই জোড়া খুনের মূল অভিযুক্ত হলেন হলদিয়ার বাসিন্দা সাদ্দাম হোসেন। প্রসঙ্গত ব্যারাকপুরের রমা দে নামক এক মহিলার সাথে সম্পর্কে জড়ায় অভিযুক্ত সাদ্দাম। সম্পর্ক গঠনের পরে রমা এবং তার ১৮ বছরের মেয়ে জেসিকাকে নিয়ে এই অভিযুক্ত সাদ্দাম হোসেন হলদিয়ায় চলে আসে, এবং এখানেই এক বাড়ি ভাড়া করে তাদের রেখে দেয়। রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সাথেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে। মা-মেয়ে দুজনের সঙ্গেই সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ। সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা চালায়। তারপরেই এই ঘটনা মোড় এক নৃশংসতার দিকে।

Fire

দুই মা-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে, অভিযুক্ত সাদ্দাম একটি গাড়িতে তুলে নিয়ে আসে ঝিকুর খালি এলাকায়। এরপর দুজনকেই মৃত ভেবে দুই মা-মেয়ের গায়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় সাদ্দামকে। এই ঘটনার ৯০ দিন পরে চার্জশিট পেশ করে পুলিশ। পাঁচ বছর কেস চলার পরে, আজ এই কেসে সাজা ঘোষণা করে তমলুক জেলা আদালত। মূল অপরাধী সাদ্দাম-সহ বাকি ৩ অপরাধীকে ৩০২ (খুন) এবং ৩০১ (প্রমাণ লোপাটের চেষ্টা) ধারায় যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয় তমলুক জেলা ও দায়রা আদালত।