মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হল সবলা মেলা

মেলা চলবে আগামী ১২ ই জানুয়ারি পর্যন্ত।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, সবংঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের জুলকাপুর মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলার সবলা মেলার শুভ উদ্ধোধন হলো আজ শনিবার। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অনান্যরা।

হ

জেলার এই মেলাতে ১০০ টির বেশী স্টল বসেছে। পাশাপাশি সারা জেলা থেকে কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন। মাদুর থেকে পট, মাটির কাজ থেকে হাতের কাজ সমস্ত কিছুই থাকছে এবারের এই মেলায়। মেলা চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন কেনাকাটার পাশাপাশি সন্ধ্যায় চলবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ড: মানস রঞ্জন ভূঁইয়া বলেন, রাজ্যের প্রত্যেকটি জায়গায় মাদুরের স্টল তৈরি করা হোক। আমি রাজ্যের দুই মন্ত্রীর কাছে এই আবেদন রাখবো।