Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2024/11/06/wV99oMMGCNeiOwH13NzO.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। আর সেই বিজয়া সম্মেলনেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২০০ পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
/anm-bengali/media/media_files/2024/11/06/ggrtyihfd11234.png)
মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সবংয়ের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, সভাপতি আশীষ হুদাইত, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর সহ অনান্যরা। সবাইকে সাথে নিয়ে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।
/anm-bengali/media/media_files/2024/11/06/ggrtyihfd.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us