নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত কয়েকমাসে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া প্রায় ১৬ টি মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিলো সবং থানার পুলিশ।
আজ একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে মোবাইল গুলি তুলে দেন সবং থানার ওসি চঞ্চল সিংহ। মোবাইলগুলি হাতে পাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও সবং থানাকে ধন্যবাদ জানিয়েছে মোবাইল মালিকরা।
/anm-bengali/media/media_files/2025/03/11/jirQyqX9U2uOMD816UFD.jpeg)