New Update
/anm-bengali/media/media_files/WvQrCOvkVmaiPwgZCLth.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কোলাঘাটের নদীর পারে প্রতিবছরের মতন এ বছরও চলছে ছট পুজো। শুধু পূর্ব মেদিনীপুর নয় পাশের জেলা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া থেকেও অবাঙালিরা ভিড় জমাচ্ছে কোলাঘাটের কাঠ চড়া রূপনারায়ণ নদীর পাড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যার পুলিশ।
সাদা পোশাকে চলছে নজরদারি। নদীতে নৌকায় করে চলছে পুলিশের টহল। সবমিলিয়ে ছট পূজায় কাতারে কাতারে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে কোলাঘাটের রূপনারায়ণ নদীর পাড়ে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us