/anm-bengali/media/media_files/2d5NgghewOekQUZLH4Qs.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি বার বার আইন শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক নেতা অর্জুন সিং। এক সময় বিজেপিতে চলে গিয়েছিলেন তৃণমূল ছেড়ে। পরে আবার পুরনো দলেই প্রত্যাবর্তন হয়েছে তার। ব্যারাকপুরে সোনার দোকানে ভর সন্ধ্যায় কীভাবে চললো গুলি তা নিয়ে উঠছে প্রশ্ন। চল্লিশ কেজির ভুঁড়ি নিয়ে যারা হাঁটতেই পারে না তারা কীভাব অপরাধীদের ধরবে তা নিয়ে পুলিশকে নিশানা করেছেন অর্জুন। রাজ্যের এহেন আইনশৃঙ্খলায় যে দলের ক্ষতি হচ্ছে তা স্বীকার করে নেন ব্যারাকপুরের সাংসদ। দলকে বিষয়টি না জানানোর কিছু নেই বলেও করেন মন্তব্য। ঘটনায় দুঃখ প্রকাস করেছেন তিনি। পরিস্থিতি দেখে পুলিশের ভূমিকা ঠিক নেই বলেই মনে করছেন তিনি। আগে পুলিশকে দেখলে অপরাধীরা ভয় পেত কিন্তু এখন পুলিশ অপরাধীদের ধরতে ব্যর্থ বলে সুর চড়ান তিনি।