/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পুজোর মুখে চাঞ্চল্যকর ঘটনা। হুগলির মগড়ার চন্দ্রহাটি ১ গ্রাম পঞ্চায়েতের বিষপাড়া এলাকায় একটি পুকুরে ভেসে উঠল একের পর এক মরা মাছ। রুই, কাতলা, মৃগেল, বাটা-সহ নানা প্রজাতির মাছ ভেসে ওঠায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের তরামালিক কলোনির বাসিন্দা অচিন্ত বিশ্বাস গত তিন বছর ধরে ওই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। মাছ পাহারা দেওয়ার জন্য আলাদা লোকও রাখা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে পাহারাদার ফোনে খবর দেন, পুকুরে মাছ মরে ভেসে উঠছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/sgpA0V0gC66Il1ipNTfw.webp)
অভিযোগ, কেউ বা কারা ইচ্ছে করে পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। সেই কারণেই রাতারাতি এত মাছ মারা গিয়েছে বলে দাবি চাষির। অচিন্ত বিশ্বাস জানান, “সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত আমি পুকুরেই ছিলাম। সাড়ে সাতটা নাগাদ পাহারাদার আসে। তার কিছু পরেই খবর পাই মাছ ভেসে উঠছে। কারও সঙ্গে আমার শত্রুতা নেই। কে এমন করল বুঝতে পারছি না”।
এ ঘটনায় হতবাক স্থানীয় মানুষজনও। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইচ্ছে করে কি নাশকতার উদ্দেশ্যে পুকুরে বিষ ছড়ানো হয়েছিল, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা? তদন্তের পরেই তা স্পষ্ট হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us