/anm-bengali/media/media_files/mdg4EPqyVV11APZVVFXW.jpg)
নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা: 'আমি বিয়ে করিনি তাই বাবা হইনি। তাই বাবা হওয়ার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি। মায়েদেরকে নিয়ে মিথ্যা কথা পশ্চিমবাংলায় বললে কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেবে বাংলার মানুষ'। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া এলাকায় নির্বাচনী প্রচারে এসে পথসভায় প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
এদিন এই অভিনেতা এবং হেভিওয়েট নেতা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা-বোনেদের চেনেন না কারণ আপনি কোনওদিন সংসার তো করলেন না, আপনি তো মাও হলেন না, তাই তারা কী করে সংসার চালাবে তাদের কাছে হাতা-খুন্তির কী গুরুত্ব আপনি কী করে জানবেন?'
/anm-bengali/media/media_files/offXQ6JfVPsxWe8CkbII.jpg)
/anm-bengali/media/post_attachments/65cb93f1be45ecaa20eb984953469af841b27cecc08d7295730b469b3e5c8b7d.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us