চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়েছিল, মৃত্যুর মুখ থেকে বাঁচালো আরপিএফ!

কি ঘটেছিল?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-05-02 at 10.01.01 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: চলন্ত ট্রেনে চাপার চেষ্টা। সেই সময় পা পিছলে ট্রেনের তলায় যাওয়ার আগে কার্যত আরপিএফ- এর তৎপরতায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এলেন এক ব্যক্তি। রোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়। 

শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিট নাগাদ মেদিনীপুর থেকে হাওড়াগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। লোকাল ট্রেনটি তখন চলতে শুরু করে দিয়েছিল। তাতেই কোনওরকমে ওঠার চেষ্টা করছিলেন। সেই সময় পা পিছলে ট্রেনের তলায় পড়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে ছুটে এলেন কর্তব্যরত রেলওয়ে কনস্টেবলরা। কোনওরকমে তাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনলেন। প্রাণে বাঁচলেন ওই ব্যক্তি। পুরো ঘটনার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনে শুক্রবার সন্ধ্যা নাগাদ। জানা গিয়েছে, বিমল দে নামে ওই ব্যক্তি মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেনে কোথাও যাবেন বলে উঠছিলেন। ট্রেন তখন চলছিল। তাতে প্রাণপণে ওঠার চেষ্টা করেন তিনি। ট্রেনের বগির হাতল ধরলেও উঠতে গিয়ে পা পিছলে ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে চলন্ত ট্রেনের ফাঁকেই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নির্ঘাত মৃত্যু ছিল ভাগ্যে। বিষয়টা বুঝতে পেরে গিয়েছিলেন আরপিএফ স্টাফ এস ধল, লেডি কনস্টেবল এস ঘোরী ও কে কুমারী। ছুটে এসে তাকে ধরে ট্রেন থেকে সরিয়ে নিতে সক্ষম হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। পরে তার নাম ঠিকানা জেনে বাড়ি পাঠানোর ব্যবস্থাও করে রেলওয়ে কর্তৃপক্ষ। চলন্ত ট্রেনে কোনভাবেই ওঠার চেষ্টা না করার বার্তা দেওয়া হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে।

indian railways: Railways renames RPF as Indian Railway Protection Force  Service - The Economic Times