অবশেষে ধরা পরল  রয়েল বেঙ্গল টাইগার

অবশেষে বাঘ বন্দি খেলার পর ভোর বেলা ধরা পরল  সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
h

File Picture

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকার ফের আবার বাঘের প্রবেশের ফলে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়ায়। কয়েক কিলোমিটার ঘোরাঘুরি পর রয়েল বেঙ্গল টাইগার কাঁটামারিতে সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল।

সেই খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে ফেলে এবং গভীর রাতে পাতা হয় খাঁচা, দুটি টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল। একটি খাঁচাতে ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। এতে খুশি এলাকাবাসী। তবে প্রশ্ন চিহ্ন রয়ে আছে বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ, কিন্তু কেন?