New Update
/anm-bengali/media/media_files/2025/06/29/screenshot-2025-06-29-am-2025-06-29-11-22-45.png)
নিজস্ব প্রতিনিধি: ডাকাত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠালো মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় মিনাখাঁ থানার অন্তর্গত মালঞ্চ দেবদূত সংঘের কাছে শুক্রবার গভীর রাতে বেশ কয়েকজন অপরিচিত যুবক ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই মিনাখাঁ থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে গিয়ে সাহেব আলী সর্দার, রাকেশ সর্দার, মিজানুর মোল্লা নামে তিন যুবককে গ্রেফতার করে।
/anm-bengali/media/post_attachments/76905e07-e02.png)
ধৃত এই তিন যুবকের বাড়ি মিনাখাঁ থানার অন্তর্গত চৈতল আমোদপুর এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লাইলনের দড়ি, লোহার রড ও অস্ত্র। পুলিশের জেরায় তারা স্বীকার করে, তারা ওই এলাকায় দাঁড়িয়েছিল কয়েকটি বাড়িতে ডাকাতির জন্য। তারপর তাদের গ্রেফতার করে শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে মিনাখাঁ থানার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us