সাধুবেশে ছিনতাই, পুলিশের জালে উত্তরাখন্ড-হরিয়ানার ৪ অভিযুক্ত

সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-06 at 3.59.44 PM

হরি ঘোষ, কল্যাণেশ্বরী: আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের তৎপরতায় ধরা পড়ল সাধুবেশী ছিনতাইয়ের এক চক্র। উত্তরাখন্ড ও হরিয়ানার বাসিন্দা ৪ অভিযুক্ত যারা আশীর্বাদের নামে মঙ্গলসূত্র ছিনতাই করে পালিয়েছিল। এখন তারা পুলিশের হেফাজতে। ঘটনাটি ঘটেছে সোমবার জাতীয় সড়ক ১৯-এর পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের কাছে। ঝাড়খন্ডের বাসিন্দা কৃষ্ণা বাউরি তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে পুজো দিতে যান। পুজো শেষে ফেরার পথে দামাগড়িয়া রেলব্রিজের কাছে সাধুবেশী ৪ জন তাঁর গলার মঙ্গলসূত্র ছিনতাই করে চারচাকা গাড়িতে পালিয়ে যায়।

কৃষ্ণার অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে জানা যায়, অভিযুক্তরা কলকাতার দিকে পালালেও গাড়িটি ফের ঝাড়খন্ডের দিকে ফিরছে। চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ মেলাকলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি চালিয়ে গাড়ি সহ ৪ জনকে গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়। কৃষ্ণা বাউরি বলেন, "সাধুবেশে এমন প্রতারণা ভাবতেই কষ্ট হয়। আমার মঙ্গলসূত্র শুধু গয়না নয়, আমার বিশ্বাসের প্রতীক"। স্থানীয় বাসিন্দা রমেশ মণ্ডল বলেন, "মন্দিরের কাছে এমন ঘটনা আতঙ্কের। পুলিশের তৎপরতা না থাকলে এরা ধরা পড়ত না"। আরেক বাসিন্দা শিবানী দাসের মতে, "এই ধরনের অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে কেউ আর এমন কাজে সাহস না পায়"। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তদন্তে এই চক্রের আরও সদস্য বা অন্যান্য ঘটনার সঙ্গে যোগসূত্র খুঁজছে পুলিশ। এই ঘটনা ধর্মীয় স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।

Arrest