New Update
/anm-bengali/media/media_files/jAeDbNQQHXEQ1mfCUa6p.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : গড়বেতার আঢ্য জুয়েলার্স থেকে সোনার চেন ছিনতাই করে পালানোর সময় পুলিশের জালে ২ ছিনতাইবাজ। সোমবার ঘটনাটি ঘটেছে গড়বেতা থানা এলাকায়। আঢ্য জুয়েলার্স থেকে সোনার চেন ছিনতাই করে পালানোর সময় সময় চন্দ্রকোনা রোড এলাকা থেকে আটক করা হয় ২ জনকে। উদ্ধার করা হয়েছে সোনার চেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগর এলাকায়। দুজন অভিযুক্তকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us