দুটো স্টেট ব্যাঙ্কের এটিএম- এ দুঃসাহসিক চুরি

কিভাবে হল এই চুরি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-15 at 9.20.27 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: একই রাতে রামনগর থানার অধীন দুটো স্টেট ব্যাঙ্কের এটিএম- এ ভাঙচুর করে টাকা লুট করার ঘটনা ঘটল যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রামনগর থানার অধীনে বালিসাই বাজারে গতকাল রাত আড়াইটার নাগাদ একটি স্করপিও গাড়ি করে আসে ৩ দুষ্কৃতী। সিসিটিভি ক্যামেরায় ফুটেজে লক্ষ্য করা যায় সাদা পোশাক পরা ওই দুষ্কৃতীরা বালিসাই বাজারের সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে এটিএম- এর সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় গ্লাসের উপরে দিয়ে রং করে দেয় যাতে দুষ্কৃতীদের পুলিশ চিনতে না পারে। অপরদিকে সেই রামনগর থানার দেউলীহাটেও একই কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটার দিয়ে কেটে লুটপাট চালায় দুষ্কৃতীরা। যদিও বা দুটি এটিএম- এ কত টাকা ছিল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। 

স্থানীয় মানুষজন জানান বালিসাই বাজার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র। তবে রাত্রে পুলিশের টহলদারি থাকলেও এটিএমে নজরদারির জন্য কোনো সুরক্ষা নেই বলেই এ ধরনের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামবে বলে জানিয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে।

digad

cctv