লছিপুরে ছিনতাইয়ের অভিযোগ, যৌন পল্লী থেকে গ্রেপ্তার মোট ৫

যৌন পল্লী থেকে গ্রেপ্তার মোট ৫।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

 

 

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার রাত্রে ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে ওম শংকর সহ চার বন্ধু মিলে আসানসোলের কলটি বিধানসভা অন্তর্গত লছিপুর নিষিদ্ধপল্লীতে আসেন ঘুরতে।

সেখানে তারা গাড়ি পার্কিং করার সময় তাদের উপর প্রায় পাঁচ থেকে ছয় জন ব্যক্তি চড়াও হয়ে ওম শংকর সহ চার বন্ধুকে বেধড়ক মারতে থাকে এবং তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা সাথে মোবাইলের মাধ্যমে ৬০ হাজার টাকার ট্রানজেকশন করে নেওয়ার অর্থাৎ ছিনতাই করার অভিযোগ করেন ঝাড়খন্ড রাজ্যের ওম শংকর।

ছিনতাই এর ঘটনার পর তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে গত বৃহস্পতিবার মৌখিক অভিযোগ জানায়। ঘটনার তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

এরপর গত শুক্রবার গভীর রাতে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ দলবল নিয়ে লছিপুর নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে, রাহুল শেখ, চিন্টু রবিদাস এবং মুকেশ পাসোয়ানকে গ্রেপ্তার করে।

এরপর ফের অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে লছিপুর এবং আসানসোলে অভিযান চালিয়ে লালা খান ও বিট্টু পাসোয়ানকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ এই ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

আজ অভিযুক্ত ৫ জনকে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয়।